Chehara | চেহারা (2022) - Natok

Favorite 0

ফরহাদ রাতের রাস্তায় নেমে এসেছে। সে অন্ধ। তার উদ্দেশ্য সুইসাইড করা। রাস্তার মাঝে চলে এসেছে সে, একটা গাড়ি তাকে ধাক্কা মারে। তখন গাড়ি থেকে নেমে আসে একজন সুন্দরী তরুণী। ধরা যাক তার নাম তিথি, অন্তত নাটকের হিরো সেটাই জেনে আসবে অনেকটা সময় পর্যন্ত। তিথি একটা খালি সিএনজি জোগাড় করে এবং ফরহাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। হাসপাতালে পৌঁছালে আমরা বুঝি তিথি নিজেই একজন ডাক্তার। ওই হাসপাতালেই সে কাজ করে। ফরহাদের সংজ্ঞা ফিরে এলে তিথি তাকে বকাবকি করতে থাকে এভাবে রাস্তা পার হওয়ার জন্য। তখন ফরহাদ জানায়, সে আসলে রাস্তা পার হচ্ছিল না, সুইসাইড করার জন্য রাস্তায় নেমেছিল।

  • Channel: Deepto Natok
  • Published: Jul 11, 2022
  • 44:47
  • Suggest Story Plot