A bangla natok starring Afran Nisho, Tanjin Tisha directed by Jakaria Showkhin.
- Channel: CMV Music
- Published: Jul 29, 2021
- 53:34
- Suggest Story Plot
Starring
Supporting Cast
Others
Reviews 5.0/5 [3]
নাটক : একমুঠো প্রেম অভিনয় : আফরান নিশো , তানজিন তিশা পরিচালনা : জাকারিয়া শৌখিন আমাদের সমাজে অনেক বিয়ে হয় যেখানে মেয়ে কবুল বললেও সেটা মন থেকে বলে না, তবু ও সংসারটা করতে হয় তার ভালোবাসার মানুষটিকে জীবনের অধ্যায় থেকে ত্যাগ করে। ডাক্তার ইঞ্জিনিয়াররা সবসময়ই কবিতাপ্রেমী মানুষ এর ভালোবাসার মানুষকে বিয়ে করে নিয়ে যাবে এই অভিযোগ বয়ে বেড়াতে রাজি নয় নাটকের বর। এ যেনো এক স্যাক্রিফাইসের গল্প। এমন অনেক গল্প আছে কবিদের জীবনে , কাব্যপ্রেমীদের জীবনে যেখানে তার ভালোবাসার মানুষকে এই যুগে ডাক্তার, ইঞ্জিনিয়াররাই বিয়ে করে নিয়ে যায়। অই ভবঘুরে, প্রকৃতি প্রেমী হওয়াতে তার ভালোবাসার মানুষকে নিজের করে রাখতে পারে না কবি। এমন গল্পেই মূলত সাজানো হয়েছে নাটকটি। যদিও বাস্তবে এমনটি হবে না তাও কাব্যিকভাবে নাটকটি যেভাবে ফোটানো হয়েছে তা সত্যিই মুনোমুগ্ধকর। কবিদের জীবনে প্রেমে ব্যর্থ হবার পরেও এমন ভালোবাসার রেশ পাওয়া যায় যা সত্যিই সুন্দর ছিলো। আফরান নিশো ভাইয়ের অভিনয় নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। এসব অভিনয়ে উনি ভালোটা উপস্থাপন করেন বরাবরই। তানজিন তিশা আপুর এক কাব্যিক প্রেমী মানুষকে এমন সরলতা নিয়ে ভালোবাসার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এ কে আজাদ ভাইয়ের কথাগুলো। লিংক : https://youtu.be/CtGrf-mHaEY