Kache Theko | কাছে থেকো (2018) - Natok

Favorite 0

রাস্তা পার হতে গিয়ে দেখা হয় তাদের। জন এবং তানুস্কা। তানুস্কা অন্ধ। জন বিহ্বলদৃষ্টিতে লক্ষ করে, একজন অন্ধ মেয়ে একা একা রাস্তা পার হচ্ছে। জন এগিয়ে যায় তাকে সাহায্য করতে। কিন্তু তানুস্কা সাহায্য নিতে চায় না, যদিও জনের ক্ষেত্রে ব্যাপারটা ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’এর মতো ঘটে। জন তানুস্কার প্রেমে হাবুডুব খেতে থাকে। এক পর্যায়ে জনের নাজেহাল জিদের কাছে হার মেনে বন্ধু হয়ে ওঠে তারা। জন তার বাবাকে নিজের অনুভূতির কথা জানায়, সে বিয়ে করতে চায় তানুস্কাকে। এই কথা শুনে বাবা প্রথমে আপত্তি জানালেও ছেলের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যান। উল্লসিত জন এই সুখবর দিতে ছোটে তানুস্কার কাছে। জনের মুখে সবশুনে অন্ধ তানুস্কা যা বলে তাতে থ বনে যায় জন। বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা। তাহলে কী জন এবং তানুস্কার প্রেম অধুরায় রয়ে যাবে? They have first meet when they were crossing the road. John and Tanushka. Tanuska is blind. John watched the faintly to Tanushka and think himself, a blind girl crossing the road alone. John goes ahead to help him. But Tanushka does not want to get help, though it's a matter of 'Love at first sight'. It's like that. John falls in great love with Tanuska. At one stage, they become friend with each other. John tells his father about his feelings, he wants to marry Tanushka. When the father initially objected to this, he agreed to look at the son's face. Happy John go to Tanushka to give her this good news. John become stun when he heard from Tanushka her old story. They become separated. What will happen next to Jhon and Tanushka, is there love remain in darkness?

  • Channel: NTV Natok
  • Published: Jun 1, 2018
  • 42:41
  • Suggest Story Plot