Rongin Chithi | রঙিন চিঠি (2018) - Natok

Favorite 0

ভার্সিটির আড্ডায় গান চলছে- গিটার বাজাচ্ছে ফুরফুরে মেজাজে ‘কাব্য’ । সাথে আরো ৪/৫ জন । প্রায়ই ক্লাসের ফাঁকে এই গানের আড্ডা চলে তাদের । হঠাৎ করে একটি বাচ্চা ছেলে এসে কাব্যকে একটা রঙ্গিন কাগজের চিরকুট দিয়ে যায় । কাব্য চিরকুটটি খুলে দেখে তাতে লেখা আছে- গলাটা বেশ ! কাব্যের সাথে সবাই মজা করে । গলাটা বেশ...। কাব্য খোঁজে বেড়ায় বাচ্চা ছেলেটিকে । খোঁজে পায় না । কে দিয়েছে এই চিরকুট ? মনে নানা প্রশ্নের ছাপ । এভাবে আরো কয়েকদিন কয়েকটা চিরকুট পায় । একদিন একটা রেস্টুরেন্টে খাচ্ছে কাব্য আর সুজন । একজন বেয়ারা এসে আরেকটা চিরকুট দিয়ে যায় । কাব্য বেয়ারাকে জিজ্ঞাসা করে কে দিয়েছে ? বেয়ারা উত্তর দেয়- চিঠি । কাব্য অবাক হয়ে জিজ্ঞাসা করে চিঠি কে ? বেয়ারা বলে- তা জানে না । একজন মেয়ে যার নাম “চিঠি” । সে পাশের টেবিলেই বসা ছিলো । যাওয়ার সময় বকশিশ দেয়ার সময় সাথে এই চিরকুটটি দিয়ে যায় । এর বেশী সে কিছুই জানে না, কাব্য চিন্তায় পরে যায় । রাতে ল্যাম্পের আলোয় কাব্য কবিতার বই পড়ছে । পাশেই বেশ কয়েকটা চিরকুট দেয়ালে সাটানো । যে চিরকুট গুলি নানা সময়ে পেয়েছে সে গুলো দেখতে থাকে । মনে নানা প্রশ্ন- কে এই চিঠি ? এই চিরকুটের মানে কি ? কি চায় তার কাছে ?

  • Channel: NTV Natok
  • Published: Nov 4, 2018
  • 45:53
  • Suggest Story Plot