আমাদের জাতীয়, পারিবারিক ও সামাজিক জীবনে নানা অন্যায়, অপরাধ, অসঙ্গতি দেখে আমরা বিরক্ত হই, ক্ষুব্ধ হই, দেশ-জাতিকে গালাগালি করি, এই শহর বসবাসের অযোগ্য নরক বলে শাপশাপান্ত করি, দেশকে পাল্টে ফেলার জন্য উপদেশ, পরামর্শ দেই, বিপ্লবের ডাক দেই। অথচ আমরা নিজেরা ব্যক্তিগত জায়গা থেকে কখনো পাল্টাবার চেস্টা করি না, অন্যায় করবো না, অন্যায় করতে দেবো না এই শপথ নিতে চাই না, নিজেদের ত্রুটিগুলো কখনো পরিবর্তন করার, কাটিয়ে ওঠার আগ্রহ দেখাই না। অথচ গৃহকর্মী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে করার আগে নিজের বাসার গৃহকর্মীটার প্রতি অন্যায়-নির্যাতনের প্রতিবাদ করা উচিত ছিল আমাদের, নিরাপদ সড়ক চাই স্লোগানে রাজপথ কাঁপানোর আগে নিজের রাস্তা পারাপারে সবসময় ফুটওভার ব্রিজ ব্যবহার করা উচিত ছিল, ঘুষ-দুর্নীতি নিয়ে প্রতিবাদী হবার আগে নিজে ঘুষ নেবো না, কাউকে ঘুষ দেবো না এই নিয়মটা মেনে চলা দরকার ছিল, এই শহর বসবাসের অযোগ্য আবর্জনা ভরা নরক বলে গালাগালি করার আগে নিজের যেখানে সেখানে রাস্তা-ঘাটে ময়লা ফেলা বন্ধ করা উচিত ছিল।
- Channel: Gtv Entertainment
- Published: Aug 25, 2018
- 01:10:22
- Suggest Story Plot
Starring
Supporting Cast
Others
Reviews 0.0/5 [0]
No one has reviewed yet.