রঞ্জনের সঙ্গে চিত্রার বিয়ের ছয় বছর। মুনতাসির নামের পরিচিত এক ডাক্তার ভদ্রলোক, এক পার্টিতে চিত্রার জন্যে একটা ভবিষ্যত বানী করেছিলেন। এ বছরের অক্টোবরের ১৫ তারিখ হবে চিত্রার জন্যে বিশেষ একটা দিন। সেদিন অপ্রত্যাশিত কিছু একটা ঘটবে। এখানকার অনেকইে ভদ্রলোকের কথা বিশ্বাস করেন। ভদ্রলোকের সেই কথাগুলো দুঃস্বপ্নের মতো দেখতে পায় চিত্রা। স্বপ্ন দৃশ্য হিসেবে আমরা ভবিষ্যত বানী করতে দেখবো । চিত্রা ঘুম ভেঙেই রঞ্জনকে জিজ্ঞেস করে আজ কত তারিখ। পনেরোই অক্টোবর। কি ঘটতে পারে আজ চিত্রা ভাবতে চেষ্টা করে। অমঙ্গল ভাবণাগুলোই চিত্রার মনের মধ্যে চেপে বসে। যে কোন ঘটনার জন্যে মানসিক ভাবে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করে। রঞ্জনকে অনুরোধ করে অফিসে না যেতে। রঞ্জন যাবার আগে, বলে যায় তাড়াতাড়ি চলে আসবে। চিত্রা নিজেও কোথাও বেরুবে না ঠিক করে। চোখ বুজে দিনটা পাড় করে দিতে চায়। রঞ্জনের কাছে পুরো ব্যাপারটা পাগলামী মনে হয়। আমরা দেখি, চিত্রার বাসায় ফোন বাজে। অন্যপ্রান্ত থেকে জানা যায়, রঞ্জন এক্সিডেন্ট করে হসপিটালে। পরে দেখতে পাই এটা চিত্রার কল্পনা। ফোনটা করেছে চিত্রার পূরানো এক বন্ধু। রঞ্জনের পুরানো এ্যলবামের অনেকগুলো ছবিতে যে মেয়াটাকে রঞ্জনের পাশে দ্যাখা যায়। সেই মেয়েটা হুট করে বাসায় এসে হাজীর হয় সেদিনই। মেয়েটাকে দেখেই চিত্রা চিনতে পারে। চিত্রার কাছে নিজেকে রঞ্জনের স্ত্রী হিসেবে পরিচয় দেয় নাবিলা নামের মেয়েটি। পরে দেখতে পাই এটাও চিত্রার কল্পনা। বিকেলে চিত্রাকে নিয়ে জোড় করে বেড়াতে বের হয় রঞ্জন। চিত্রার ছেলেমানুষিগুলো নিয়ে রঞ্জন নানা রকম ফান করে। রেস্টুরেন্টে ঢুকে একটা অফিসিয়াল ফোন এটেন্ড করতে রঞ্জন একটু দুরে গিয়ে কথা বলে। ঠিক তখুনি চিত্রা চমকে উঠে দ্যাখে, রাশেদ ওর সামনে এসে দাড়িয়েছে। চিত্রা ভাবে, রাশেদ এখানে কি করছে? রাশেদের বক্তব্য হলো, সে চিত্রার জন্যেই এসছে। চিত্রাকে ছাড়া তার জীবন অর্থহীন। রাশেদ বার বার পুরানো ভালোবাসার সময়কে মনে করিয়ে দিতে চায়, পুরানো প্রতিশ্রুতিগুলো বার বার মনে করিয়ে দিতে চায়। চিত্রা টেনশন করে। রাশেদকে চলে যেতে বলে। এদিকে রঞ্জন ফোন শেষ করে ফিরে এসে দ্যাখে চিত্রা একা একা কার সঙ্গে যেনো কথা বলছে। আমরা বুঝতে পারি, রাশেদ ছিলো চিত্রার কল্পনা।
- Channel: NTV Natok
- Published: Dec 1, 2018
- 44:23
- Suggest Story Plot
Starring
Supporting Cast
Others
Reviews 0.0/5 [0]
No one has reviewed yet.