একটা সময় ছিল, যখন কবিরা নায়ক ছিল এ শহরে। কবিতাপ্রেমীরা ছিল সবচেয়ে সংস্কৃতিবান। তখন কবিতাপ্রেমীরা অনায়াসে প্রেমে পড়তো কবিদের। একদা আশফাক হাবিব নামে একজন কবির আর্বিভাব হয়েছিল এ শহরে। তার একটি প্রেমের কবিতা পেয়েছিল উত্তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। পারুল নামের বিশ্ববিদ্যালয় পড়–য়া এক তরুণীও প্রেমে পড়েছিলো সে কবি’র। তখন চিঠি লিখে যোগাযোগ করতো তারা এক অপরের সাথে। সেই চিঠিতেও থাকতো কবিতা। এরপর আসে মোবাইল ফোনের যুগ। অতিকথন আর মিথ্যে বলার যুগ। সে যুগে এসে একসময় চেনা পথ থেকে ছিটকে পড়ে দুজনেই। ক্রমশ তারা হারিয়ে যায় অচেনা সংসারে। পরের গল্প এক কুড়ি বছর পরের সময়। তখন ফেসবুক বলে যোগাযোগের নতুন একটা মাধ্যম এসেছে। সেখানে আবার তাদের দেখা হয়। কবি জানায়- সে এখন আর কবিতা লেখেনা। কবিতা হারিয়ে গেছে এ শহর থেকে। একট সময় ছিল, যখন পাখিরা ঘুম ভাঙাতো এ শহরে। ফুলে ফুলে ভরে থাকতো নগরীর উদ্যান। এ শহর এখন আর পাখির নয়, ফুলের নয়, এ শহরে পারুল ফোটেনা।
- Channel: NTV Natok
- Published: Jul 3, 2018
- 48:18
- Suggest Story Plot
Starring
Supporting Cast
Others
Reviews 0.0/5 [0]
No one has reviewed yet.