একবছর ধরে জারা ও রিশাদ'র মধ্যে প্রেম সর্ম্পক চলছে। রিশাদ একটু কেয়ারলেস টাইপের ছেলে। ডেটিং'এ লেট করে আসা তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। সময় জ্ঞান রিশাদের একদমই নেই। তারপরও জারা সব কিছু মানিয়ে নিয়ে দুই জনের সর্ম্পক অটুট রেখেছে। রিশাদের মা বিয়ের জন্য রিশাদ কে চাপ প্রয়োগ করে। তার মা মেয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় তার ভাই, রিশাদের মামা ডালিম কে। ডালিম খুবিই দায়িত্বশীল মানুষ। রিশাদ মায়ের কথায় গুরুত্ব দিয়ে ঘটনাটা বলে জারা কে, রিশাদ চায় জারা যেনো তার মায়ের সাথে দেখা করে। জারা রিশাদের বাসায় আসে। রিশাদের মা এবং তার ডালিমের জারা কে খুব পছন্দ হয়। এবং বিয়ের সম্মতি দেয়। জারা'র মা-বাবা নেই। ছোট একটা ভাই আছে নাম জাকি। জাকি খুবই অসুস্থ, তার হেপাটাইটিস বি। ছোট ভাইয়ের এমন অবস্থায় জারা মানুষিক ভাবে বিদ্ধস্ত হয়ে পড়ে। অন্য দিকে রিশাদ চাচ্ছে তাদের বিয়েটা হয়ে যাক। কিন্তু ছোট ভাইর এমন অবস্থায় জারা বিয়ে করতে প্রস্তুত নয়। জারা চায়, রিশাদের সাথে তার সর্ম্পকের কথা জাকি যেনো কনো ভাবেই জানতে না পারে। তার এখন একটাই চিন্তা, কি ভাবে ছোট ভাই কে হাসি খুশি রাখা যায়, কি ভাবে তাকে সুস্থ করে তোলা যায়। জারা রিশাদ কে না জানিয়ে তার ভাই কে নিয়ে নেপাল চলে যায়। তাদের নিপাল যাওয়ার বিষয়ে রিশাদ জানতে পারে, রিশাদের কাছে বিষয়টা রহস্য জনক মনে হয়। তাই রিশাদও ইমারজেন্সি ফ্লাইটে নেপাল চলে যায়। নেপালে জারা এবং তার ছোট ভাই যেই হোটেলে উঠেছে রিশাদও সেই হোটেলে উঠে। রিশাদ সব সময় তাদের ফলো করতে থাকে। একসময় তার এই ফলো করার বিষয়টা বুঝতে পারে জাকি। জাকি তার বোন কে বিষয়টা জানায়। জারা ছোট ভাইয়ের অগোচরে রিশাদের সাথে কথা বলে। জারা রিশাদের কাছ থেকে মুক্তি চায়, কারন তার ছোট ভাই ছাড়া এই মূহুর্তে সেই কিছুই ভাবতে চায়না। অন্য দিকে রিশাদ জারা'র সাথে সাথে তার ছোট ভাইয়ের দায়িত্ব নিতে প্রস্তুত, কিন্তু এই বিষয়টাও জারা মানতে পারেনি। সেই চায় সর্ম্পকের কথাও যেনো না জানতে পারে জাকি। একদিন হঠাৎ করেই জাকি উদাও হয়ে যায়, তাকে খুঁজতে থাকে সবাই। তখনই রিশাদ শিকার করে সেই নিরুপায় হয়ে জাকি কে সব বলে দিয়েছে। বিষয়টা শুনে জারা ক্ষিপ্ত হয় রিশাদের উপর। জাকি'র খোঁজ মিলে লেকের পাড়ে। এই ভেবে কষ্ট পায় জাকি, তার জন্য তার বোন নিজের ভালোবাসা কে সেক্রিফাইজ করতেছে। সেই নিজেকে খুব অপরাধী ভাবতে শুরু করে। কারন সেই চায় সবাই একসাথে হাসি খুশি ভাবে জীবন পার করতে। তার জন্য এই ভাবে একটা সর্ম্পক, দুইটা মানুষ যেনো শেষ না হয়ে যায়। জারা'ও তার ভুল বুঝতে পারে।
- Channel: NTV Natok
- Published: Feb 10, 2019
- 43:59
- Suggest Story Plot
Starring
Supporting Cast
Others
Reviews 0.0/5 [0]
No one has reviewed yet.