ভাইরাস কি শুধু মানুষের শরীরেই সংক্রমণ করে, নাকি মানুষের মনে মনেও অদৃশ্য ভাইরাস বিস্তার ঘটাতে থাকে গোপনে? যদি তা–ই হয়, তখন মানুষ কী করে? মানুষ তখন তার সব চিন্তা, বিবেচনা আর শুভবোধ বিসর্জন দেয়। মিথ্যা আর স্বার্থপরতার ভাইরাস তখন মানুষের সমাজ নিয়ন্ত্রণ করতে থাকে। এ রকম এক অবস্থায় আমাদের গল্পে বিপন্ন আফজালের সঙ্গে নিরঞ্জনের দেখা হয়ে যায়। নিরঞ্জন তাকে ইশারা দেয় যে মানুষের কৃতকর্ম একসময় সত্যিকার ভাইরাস হয়ে ফিরে আসে। সেই কৃতকর্মের ভাইরাস থেকে বাঁচতে আফজালকে প্রায়শ্চিত্ত করতে হবে কি? সেই উত্তর আছে ‘ভাইরাস’–এ।
- Channel: Chorki
- Published: Aug 8, 2023
- 01:37
- Suggest Story Plot
Starring
Supporting Cast
Others
Reviews 0.0/5 [0]
No one has reviewed yet.