Reviews
নাটক : একমুঠো প্রেম অভিনয় : আফরান নিশো , তানজিন তিশা পরিচালনা : জাকারিয়া শৌখিন আমাদের সমাজে অনেক বিয়ে হয় যেখানে মেয়ে কবুল বললেও সেটা মন থেকে বলে না, তবু ও সংসারটা করতে হয় তার ভালোবাসার মানুষটিকে জীবনের অধ্যায় থেকে ত্যাগ করে। ডাক্তার ইঞ্জিনিয়াররা সবসময়ই কবিতাপ্রেমী মানুষ এর ভালোবাসার মানুষকে বিয়ে করে নিয়ে যাবে এই অভিযোগ বয়ে বেড়াতে রাজি নয় নাটকের বর। এ যেনো এক স্যাক্রিফাইসের গল্প। এমন অনেক গল্প আছে কবিদের জীবনে , কাব্যপ্রেমীদের জীবনে যেখানে তার ভালোবাসার মানুষকে এই যুগে ডাক্তার, ইঞ্জিনিয়াররাই বিয়ে করে নিয়ে যায়। অই ভবঘুরে, প্রকৃতি প্রেমী হওয়াতে তার ভালোবাসার মানুষকে নিজের করে রাখতে পারে না কবি। এমন গল্পেই মূলত সাজানো হয়েছে নাটকটি। যদিও বাস্তবে এমনটি হবে না তাও কাব্যিকভাবে নাটকটি যেভাবে ফোটানো হয়েছে তা সত্যিই মুনোমুগ্ধকর। কবিদের জীবনে প্রেমে ব্যর্থ হবার পরেও এমন ভালোবাসার রেশ পাওয়া যায় যা সত্যিই সুন্দর ছিলো। আফরান নিশো ভাইয়ের অভিনয় নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। এসব অভিনয়ে উনি ভালোটা উপস্থাপন করেন বরাবরই। তানজিন তিশা আপুর এক কাব্যিক প্রেমী মানুষকে এমন সরলতা নিয়ে ভালোবাসার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এ কে আজাদ ভাইয়ের কথাগুলো। লিংক : https://youtu.be/CtGrf-mHaEY
কায়কোবাদ এক্সপ্লেইনেশনঃ নাটকটার এমনভাবে এন্ডিং দেয়া হয়েছে পরিচালক চেয়েছে যেন পুরো রহস্যটা দর্শকরা বুঝে নেয়।আর অনেকের মনে ছোট ছোট প্রশ্ন তৈরী হয়েছে।তাই এক্সপ্লেইনেশন লেখা। **স্পয়লার এলার্ট** শেষ দৃশ্যে মরা বিড়াল থেকে প্রমাণিত হয় যে আগের রাতের পুরো ইনসিডেন্টটা সত্য ছিল।আর কায়কোবাদ ছিল শুধু গল্পের কাঠ মিস্ত্রি..বাস্তবের নয়।কিভাবে? ওইদিন রাতে পুলিশ লেখিকা আপুর সোফায় চেক করে কোন গোপন চেম্বার পায়নি যেটাতে মানুষ লুকাতে পারে।ওভার শিউর হতে চাইলে পুলিশ স্টেশনে একটু খোজ নিতে পারত যে ঢুকার কোন আলামত নেই কিন্তু চুরি করে বের হয়ে গেছে এমন কোন কেস রিপোর্ট হয়েছে কিনা।বিত্তশালীরা এরকম চুরির শিকার হলে অবশ্যই থানায় রিপোর্ট করবে। কায়কোবাদ কি আসলেই অন্ধ? একদম নয়।সে মার্ভেল সুপার হিরো ডেয়ারডেভিল নয় যে অন্ধ চোখ নিয়ে রাতে আধারে এত সব কান্ড ঘটাবে।সে নিজেকে সন্দেহ মুক্ত রাখতে চোখে লেন্স লাগিয়ে অন্ধ সেজে লেখিকার সাথে দেখা করে।.. আর সে লেখিকার প্রেমে পড়েনি।তার একমাত্র উদ্দ্যেশ ছিল লেখিকাকে গল্পের ফ্যান্টাসি আর রিয়েলিটি দুটোর ফ্লেভারে মোহিত করে গল্প পাবলিশ করা। কিন্তু বিখ্যাত থ্রিলার লেখিকা তার কিছুই বুঝতে পারেনি।তাকে কায়কোবাদ সাহেব জাস্ট ম্যানিপুলেট করে গেছে।
MSK SABBIR
1 Reviewনাটকঃ প্রেম ফ্যাশন পরিচালনায়ঃ তৌফিকুল ইসলাম একটি গরীব দম্পত্তির ভালোবাসার গল্প এতো চমৎকারভাবে তুলে ধরেছেন পরিচালক তৌফিকুল ইসলাম।তার চমৎকার নির্মান অবশ্যই প্রশংসার দাবী রাখে।তাই সবার আগে আমি পরিচালককে ধন্যবাদ দিতে চাই। ডিরেকশন চমৎকার ছিলো।ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড, এডিটিং কোন কিছুতেই কমতি ছিলো না।সব মিলিয়ে ডিরেকশনে নেগেটিভ কোন কিছুই খুজে পেলাম না। অভিনয় নাটকের প্রান।যত ভালো গল্পই হোক অভিনয় ভালো না হলে সে নাটক কারোরই ভালো লাগে না।প্রেম ফ্যাশন নাটকটিতে তৌসিফ,ফারিন নিজেদের সেরাটা দিয়েছে।তৌসিফ,ফারিনের দারুন অভিনয়ের পাশাপাশি বাকি সবাইও ভালো করেছে।তৌসিফ, ফারিন ২ জনেই চরিত্রের সাথে ভালোভাবে মিশে গিয়েছিলো।তবে চেয়ারম্যানের মেয়ে চরিত্রে অভিনয় করা মেয়েটির অভিনয় নজর কাড়তে পারে নি। খুবই সাধারণ একটি গল্প।একটি গ্রামের গরীব কিন্ত খুবই সুখি একটি দম্পতির গল্প।তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন দু'জন দু'জনকে প্রচন্ড ভালোবাসে।তৌসিফ মাহবুব প্রেম ফ্যাশন নামে একটি ট্রেইলার্সের দর্জি।নিজের কাজের পাশাপাশি বউকে অনেক সময় দেয়।ওদের সুখের সংসার বেশ ভালোভাবেই কাটছিলো কিন্ত হঠাৎ কোন এক কারনে তাদের জীবনে বিপদ আসে এবং ওদের অনেক কষ্ট পেতে হয় আর যা দেখে যে কেউ ইমোশনাল হয়ে যাবে।হঠাৎ করেই ওদের জীবনে কি বিপদ আসে এবং শেষ পর্যন্ত কি এই বিপদ ওদের জীবন থেকে ভালোবাসা কেড়ে নিয়েছে নাকি সব ইমোশনকে হার মানিয়েছে ওদের ভালোবাসা সেটা জানতে আপনাকে দেখতে হবে পুরো নাটকটি। আমি পরিচালক,অভিনয়শিল্পী থেকে শুরু করে এই নাটকটির সাথে জড়িত থাকা সকল মানুষকে ধন্যবাদ জানাই যারা এতো পরিশ্রম করে আমাদের একটি গরীব দম্পতির এতো সুন্দর একটি ভালোবাসার গল্প উপহার দিয়েছে।
Mridul Sarma
1 Reviewআমি আজ দেখলাম এই নাটকটি।'ব্যাঙের ছাতা' অভিনয়েঃ জোভান, তানজিন তিশা পরিচালনায়ঃ সাগর জাহান শহরের লোকেশন, বিল্ডিং, রেস্টুরেন্ট এসব পরিবেশ নিয়ে তৈরি করা রোমান্টিক নাটক দেখে বিরক্ত হয়ে গেছি। ব্যাঙের ছাতা নাটকটি এক্ষেত্রে একটু ভিন্ন❤️ গ্রামের রোমাঞ্চকর পরিবেশ সত্যিই নাটকটিকে আলাদা সৌন্দর্য দিয়েছে। নাটকটির গল্প, সংলাপ, তানজিন তিশা ও জোভানের লুক, এক্টিং সত্যিই নাটকটিকে দারুণ করে তুলছে👌 আমার দেখা এবারের ঈদে সেরা রোমান্টিক নাটক এটি🥀। Behind every successful man,there is an woman এই কথাটা কেন বলা হয় সেটা এই নাটক দেখলে বোঝা যায়।সাধারণত নাটকে থাকে শিক্ষক ও ছাত্রীর প্রেম কাহিনী নিয়ে কিন্তু এই নাটকে আছে উল্টো ব্যাপার ,শিক্ষিকা ও ছাত্রের প্রেম কাহিনী।প্রতিটি লোকেশন ছিল অসাধারণ আর colour grading তা ছিল অন্য মাত্রার। এই নাটকের গল্প,ব্যাকগ্রাউন্ড, সংলাপ,colour গ্রেডিং দেখে মনে হবে নাটকটির নির্মাতা প্রেমের নাটকের সব অসাধারণ নির্মাতা Mizanur Rahman Aryan ,shihab saheen বা Jakaria Showkhin এদের কারোর নির্মাণ।ধণ্যবাদ পরিচালক Sagar Jahan কে তাদের নাটকের মতন feel দেওয়ার জন্য।যদি কোনোদিন,ভাগ্যক্রমে,hello শুনছেন এগুলো নিয়ে অনেক আলোচনা ও মাতামাতি দেখলাম আমি বলছি এই নাটক আপনারা দেখতে পারেন আর আমি নিঃসন্দেহে বলতে পারি ওই নাটকগুলির থেকে এই নাটক কোনো অংশে কম নয়।সময় করে দেখে নিতে পারেন।আসা করি ভালো লাগবে।Farhan Ahmed Jovan ও Tanjin Tisha এর অসাধারণ পারফরম্যান্স ছিল এই নাটকে। লিংক:https://youtu.be/45UBghDPMBk
Farabi Tanjid Mahim
1 Reviewপ্রথমে বলি "মাবরুর রশিদ বানাহ" ভাই অসাধারন একটি নাটক তৈরি করেছেন!আর এই নাটকে মুশফিক আর ফারহান পারসা ইভানা সহ সকলের অভিনয় যথেষ্ট ভালো!ফারহান ভাই কে দ্বারাই এত অসম্ভব কাজকে সম্ভব!নাটকটি তে শেখার অনেক কিছুই আছে কেই যদি নাউ বুঝে তবুও কিছু হলেও মানুষ শিখতে পারবে!তাই বলবো এইবার ঈদের তো সেরা নাটক-ই সাথে থেকে এর মতো শিক্ষনীয় নাটক খুব কমই আছে!