টানা দুই বছর সিনেমা ব্যবসায় লোকসান দিচ্ছে তরুন প্রযোজক ইফতেখার আলম। এ সময় একদিন তার অফিসে আসে আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দীন নূর নামের অদ্ভুত এক লোক। সে ঢাকায় এসেছে এমন একটি সিনেমার কাহিনী নিয়ে যে সিনেমা তৈরী হলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। কিন্তু ইফতেখার আলম কোনোভাবেই নুরকে পাত্তা দিতে চায় না। তবে আলমের স্ত্রী তাবাসসুমের কিছুটা আস্থা তৈরী হয় নূরের প্রতি। সে আলমকে উৎসাহ দেয় নূরের ছবিটি করার জন্য। ছবির কাহিনী লেখা শুরু করে নূর। কান্নার দৃশ্য লেখার সময় সে হাউ মাউ করে কাঁদতে থাকে। কমেডি দৃশ্য লেখার সময় হাসতে থাকে। অ্যাকশন দৃশ্য লেখার সময় উত্তেজনায় কাঁপতে থাকে। চার দিনের মধ্যে তার সিনেমার কাহিনী লেখা শেষ হয়ে যায়। এই কাহিনী নিয়ে আলম সিনেমা করবে না জানার পর রেগে যায় নূর। সে জেদ ধরে বসে, তার সিনেমা বানাতেই হবে আলমকে। তা না হলে সে যাবে না। এরপর নানা অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী।
- Channel: Maasranga TV Official
- Published: Jan 28, 2018
- 19:55
- Suggest Story Plot